images

খেলা / ফুটবল

শেষ ছয় মিনিটে ২ গোল করে সেমিতে ম্যানসিটি

রোববার, ২১ মার্চ ২০২১ , ১২:৩২ পিএম

images

এফএ কাপে এভারটনকে ২-০ হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

কোয়ার্টার ফাইনালের শেষ ছয় মিনিটে গোল পায় পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার একটি করে গোল আদায় করেছেন ইলকাই গিনদোয়ান ও কেভিন ডি ব্রুইন।  

এভারটনের মাঠ গুডিসন পার্কে প্রথমার্ধে গোল না তুলেই বিরতিতে যায় দুইপক্ষ। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত অপেক্ষ করতে হয় সিটিজেনদের। 

৮৪ মিনিটে জার্মান মিডফিল্ডার গানদোগান গোল করেন। ছয় মিনিটের ব্যবধানে ম্যাচের দ্বিতীয় গোল তুলেন বেলজিয়ান তারকা ডি ব্রুইন। এতেই শেষ চারের টিকিট হাতে পায় নীল ম্যানচেস্টার।

ওয়াই