images

খেলা / ফুটবল

হঠাৎ জেমি ডে’কে তলব করেছেন বাফুফে সভাপতি

শনিবার, ০৩ এপ্রিল ২০২১ , ০৯:৪৮ এএম

images

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে এবং তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসকে শনিবার (৩ মার্চ) দুপুর দেড়টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে জরুরীভাবে তলব করেছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

নেপালে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবলের ব্যর্থ হওয়ায় জন্য তাদের জরুরীভাবে তলব করা হয়েছে। এমন ফলাফলে ক্ষুব্ধ বাফুফে সভাপতি।

জেমি ডে শুরু থেকে দলের পরীক্ষা-নিরীক্ষার কথা বললেও ফাইনালে ওঠার পর কেন একই পথে হাঁটলেন, তা নিয়ে বাফুফের মধ্যেই আছে চরম ক্ষোভ। কোচ কেন এমন 
করেছেন, সেটা জানতেই দুই ইংলিশকে ডেকেছেন মো. সালাউদ্দিন।

বাংলাদেশ লিগপর্বে কিরগিজস্তানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের বিপক্ষে। আর ফাইনালে নেপালের কাছে হেরে যায় ২-১ গোলে।


এমআই