images

খেলা / ক্রিকেট

জয় দিয়ে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট

রোববার, ০৪ এপ্রিল ২০২১ , ০৮:১৭ পিএম

images

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যে। এই সিরিজ দিয়েই দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নারী ইমার্জিং দল সংগ্রহ করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ফারজানা হক। এছাড়া শামিমা ৩৪ ও মুর্শিদা খেলেন ৩৬ রানের ইনিংস।

প্রোটিয়া অফস্পিনার জেন উইনস্টার ৯ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুটাও দারুণ হয়েছিল সফরকারীদের। শুরুতে ৪১, ২৮ ও ২১ রানের তিনটি জুটি ভাঙ্গার পর খেই হারায় প্রোটিয়ারা।

সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তারের বোলিং তোপে বাকি পথটা কঠিন করে তোলে প্রোটিয়াদের। তাতে ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় ১৪১ রানে।

১০ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন জাহানারা, রুমানা ও সানজিদা। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে একই মাঠে।

এমআর/