images

খেলা / ফুটবল

এক দিনেই দুই সুখবর পেল বাংলাদেশ নারী দল

শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ , ০৯:২৫ পিএম

images

আন্তর্জাতিক ম্যাচে আলোর মুখ দেখছে জাতীয় নারী ফুটবল দল। যদি সব কিছু ঠিক থাকে তবে এবছরের সেপ্টেম্বরের পরে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাঘিনীরা।

২০১৯ সালের ২০শে মার্চের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। অবশেষে মাঠে নামার সুযোগ উঁকি দিচ্ছে সাবিনা, তোহুরা, কৃষ্ণাদের।

এদিকে আজ (শুক্রবার) নতুন সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছরের আগস্টের পর আবারো ফিফা র‍্যাংকিংয়ে ফিরেছে বাংলাদেশ নারী দল। দীর্ঘ দুই বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বর্তমানে ১৩৭তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

ইতোমধ্যে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ নারী দল। নেপালের এই আমন্ত্রণে সম্মতি জানিয়েছে বাংলাদেশ।

কেননা দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে মরিয়া হয়ে আছে মেয়েরা। তবে নেপালকে একটি শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ। অবশ্যই এই টুর্নামেন্ট আগামী সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের ফিফা উইন্ডোতে আয়োজন করতে হবে। তবেই বাংলাদেশ অংশ নিবে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

গত মার্চের শেষ সপ্তাহে নেপালে তিন জাতি পুরুষ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে স্বাগতিক নেপাল ছাড়াও অংশ নিয়েছিল কিরগিজিস্তান অনূর্ধ্ব-২৩ দল। পুরুষ টুর্নামেন্টের মতো এই তিন দল নিয়েই নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় আনফা।

এমআর/পি