images

খেলা / অন্যান্য / অ্যাথলেটিকস

প্রেসিডেন্ট কাপ শুরু বৃহস্পতিবার

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ১০:৫৪ পিএম

images

প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু হছে বৃহস্পতিবার। আর্মি গলফ ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা চলবে তিনদিন।

বুধবার বিকেলে আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন আয়োজকরা।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট হবে পাঁচটি ক্যাটাগরিতে।

লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র বিভাগে স্থানীয়-বিদেশি মিলে প্রায় ৬’শ গলফার টুর্নামেন্টটিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী।

ডিএইচ