images

খেলা / ফুটবল

টটেনহ্যাম-আর্সেনাল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

সোমবার, ০১ মে ২০১৭ , ১২:১৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ও আর্সেনালের ম্যাচ ঘিরে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

রোববার রাতে নর্থ লন্ডন ডার্বির হোয়াইট হার্ট লেনে তুমুল উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় টটেনহ্যাম। আর্সেনালকে ২-০ গোলে হারায় স্পার্সরা। এ জয়ের সুবাদে ১৯৯৫ সালের পর এ প্রথম প্রতিবেশী দলটির চেয়ে বেশি পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থান করছে টটেনহ্যাম। পাশাপাশি এ জয় দিয়ে শিরোপা প্রত্যাশী চেলসির ওপর চাপ অব্যাহত রেখেছে মাউরিশিও পচেত্তিনোর দল।

এমন ম্যাচে ফলাফল নির্ধারণের পর দু’ক্লাবের সমর্থকদের মাঝে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব স্টেডিয়ামের বাইরে তুমুল আকার ধারণ করে। দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, হাতাহাতি ও ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে তাদের ঝামেলার ফল হিসেবে লন্ডনের রাস্তা ধোঁয়ায় ছেয়ে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। এটি করতে গিয়ে বাহিনীটির সদস্যদের সঙ্গেও ধস্তাধস্তি হয় আর্সেনাল-টটেনহ্যাম সমর্থকদের।

নগর পুলিশ মুখপাত্র স্ট্যান্ডার্ডকে জানান, এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জনআইন ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পরের মৌসুমে টটেনহ্যামের হোম গ্রাউন্ড হবে ওয়েম্বলি।হোয়াইট হার্ট লেনে বর্তমানে দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার। সংস্কার কাজ সম্পন্ন হলে এর ধারণক্ষমতা হবে ৬১ হাজার দর্শক।     

ডিএইচ