images

খেলা / ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে পাকিস্তান

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ১০:৪৯ এএম

images

ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৪০ রানে পিছিয়ে আছে সফরকারী পাকিস্তান।

তবে মিসবাহদের হাতে আছে আরো ৭ উইকেট। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে প্রথম দিনের ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩১২তে অলআউট হয় ক্যারিবিয়রা। মোহাম্মদ আব্বাস ৪টি ও আমির নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে আজহার আলী ও আহমেদ শেহজাদের উদ্বোধনী জুটি থেকে আসে ১৫৫ রান।

তবে ৬ রানের মধ্যে ৩ উইকেট তুলে খেলায় ফেরে স্বাগতিকরা। এদিকে ৭০ করে আউট হন শেহজাদ। 

৩ উইকেটে ১৭২ রানে শেষ হয় দ্বিতীয় দিন। আজহার আলী ৮১ ও মিসবাহ-উল হক ৭ রানে অপরাজিত আছেন। 

তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ(মঙ্গলবার) রাত ৮টায়।

আরকে/এসএস