images

খেলা / ক্রিকেট

দলের জন্য দোয়া চাইলেন মুশফিক

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ০২:৫৩ পিএম

images

সাকিব, তামিম, মাশরাফি ও মুস্তাফিজদের ছাড়াই  নেমেছিলো বাংলাদেশ দল।  ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হয়েছিলো মুশফিকুর রহিমকে। প্রতিপক্ষ সাসেক্সের ডিউক অব নরফোক একাদশ।

মাত্র ৯৮ বলে অপরাজিত ১৩৪ রান করে দায়িত্বশীল ব্যাটিং দেখিয়ে প্রস্তুতি ম্যাচ ভাল করেই শুরু করেন মুশফিক। ১৪টি চার আর  একটি ছক্কা হাঁকান তিনি ।

মঙ্গলবার এ নিয়ে নিজ ফেসবুক পেজে তিনি বলেন,  ১৩৪ রানে অপরাজিত। ভালই শুরু। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা থাকবে। এটাই সবচে’ গুরুত্বপূর্ণ।

এসময় বাংলাদেশ দলের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

হার না মানা এ ইনিংসের মাধ্যমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।

সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিক।

ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৪০ বলে ৪৪ করেন। আর ৬৪ বলে ৭৩ করেন সৌম্য সরকার।

বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান করে ডিউক অব নরফোক একাদশ। পরে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি ।

৫ মে সাসেক্সের মাঠে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়াই/ এমকে