images

খেলা / ফুটবল

নেইমারকে আদালতে তলব

বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ , ০৮:৫৭ পিএম

কর জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে তলব করলেন আদালত।

২০১৩ সালে ৫৭ মিলিয়ন ইউরোতে নেইমারের লা লিগায় আসা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেসময়ই দুর্নীতি ও জালিয়াতির দায়ে অভিযুক্ত হন।

স্প্যানিশ কর্তৃপক্ষের অনুসন্ধানে দেখা গেছে, ফি’র ৪০ মিলিয়ন ইউরো পরিবারকে দিয়েছিলেন নেইমার।

এখন ২৫ বছরের এই ফুটবলারকে তলব করেছেন একটি স্প্যানিশ কোর্ট এবং তার আবেদন নামঞ্জুর করেছেন।

স্প্যানিশ কৌঁসুলিরা আশা করছেন, নেইমারের দুই বছরের কারাদণ্ড এবং ১০ মিলিয়ন ইউরো অর্থদণ্ড হতে পারে।

বেশ মোটা অংকের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে আগমন ঘটে তার। এ নিয়ে ওই সময় ফুটবল অঙ্গনে বয়ে যায় আলোচনার ঝড়। তবে শুরু থেকেই অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে দু’পক্ষ।

গেলো নভেম্বরে নেইমার ও বার্সেলোনার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেন স্পেনের রাষ্ট্রপক্ষের আইনজীবী। এতে ২৫ বছরের ফরোয়ার্ডের ২ বছর এবং কাতালান ক্লাবটির সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের ৫ বছর কারাদণ্ড চাওয়া হয়। শুধু তাই নয়, বার্সাকে ৮৪ লাখ ইউরো জরিমানার আবেদনও করেন ওই আইনজীবী।

কে/সি