রোববার, ০৭ মে ২০১৭ , ০৩:১৫ পিএম
শুধু একটা প্রশ্ন… মুস্তাফিজের কী হয়েছে? তিনি কি ইনজুরিতে?
এ প্রশ্ন দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইনের। গেলো শনিবার নিজের টুইটার পোস্টে এ প্রশ্ন করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের-আইপিএল’র গেলো আসরে অভিষেক হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।
কাটার মাস্টার খ্যাত এ বাঁ-হাতি পেসার নিজের অভিষেক আইপিএলেই বাজিমাত করে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
আইপিএলের গেলো আসর শেষে দীর্ঘদিন ইনজুরির ধকল কাঁটিয়ে ক্রিকেটে ফেরা মুস্তাফিজ নিজেকে হারিয়ে যেন খুঁজে ফিরছেন।
এবারের আইপিএল আসরে মাত্র একটি ম্যাচে হায়দরাবাদের হয়ে মাঠে নামার সুযোগ মিলেছিল মুস্তাফিজের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সে ম্যাচে ২ ওভার ৪ বলে কোনো উইকেট ছাড়াই ৩৪ রান দেন। এক-ম্যাচের এ বোলিং ফিগারই তাকে একাদশের বাইরে ছিটকে দেয়।
আগের আসরে যাকে ছাড়া হায়দরাবাদের মূল একাদশ ভাবা দুষ্কর ছিল, তাকেই এবার আসরের একাধিক ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হলো।
মুস্তাফিজ যেমন নিজেকে খুঁজে ফিরছেন, তেমনি তাকে খুঁজে ফিরছেন ডেল স্টেইন। তাই তার এ প্রশ্ন।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশ ত্যাগ করেন মুস্তাফিজ।
কে/সি