images

খেলা / ফুটবল

মুক্তিযোদ্ধার কাছে বিধ্বস্ত হয়ে অবনমন ব্রাদার্সের

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ , ১০:৩৬ পিএম

images

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। এতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনে নেমে আসল গোপীবাগের দলটি।

বুধবার (১৭ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার হয়ে একটি করে গোল করেছেন ইব্রাহিম আবু ডিকো, ইউনৌসা কামারা, সাকিল খিসরু, ইউসুকে কাতো।

দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। 

আকাশী-হলুদদের হয়ে জোড়া গোল করেন সান্ডে চিজোবা ও রাফায়েল আগোস্টো ও কেরভেনেস বেলফোর্ট। অন্যদিকে শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি এসেছে সিয়োভুস আসোরভের পক্ষ থেকে।

দিনের অপর খেলায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। পুরাতন ঢাকার দলটির হয়ে একটি করে গোল আদায় করেন ফেলিক্স চিহডি ও মাহমুদুল হাসান কিরণ।

ওয়াই