images

খেলা / ক্রিকেট

মঙ্গলবার ডিপিএলের সব খেলার ফল ডিএল মেথডে নির্ধারণ

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০৯:২৭ পিএম

বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মঙ্গলবার সব খেলাই ডিএল মেথড পদ্ধতিতে ভাগ্য নির্ধারণ হয়েছে। আর এতে জয় পেয়েছে গাজীগ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের দেয়া ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে গাজীগ্রুপ ২০ ওভার ৫ বলে ১১৪ রান করলে বৃষ্টি শুরু হয়। পরে ডিএল মেথডে গাজীগ্রুপকে ২৪ রানে জয়ী ঘোষণা করে আম্পায়ার।

এর আগে শেখ জামাল ৪৩ ওভারে ২৩২ রান করে। দিনের অপর খেলায় কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ১৭ রানে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগানের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্রাদার্স ইউনিয়ন খেলতে নেমে ২২ ওভার ২ বলে ৮২ রান করলে আবারো সেই বৃষ্টির হানা।

এ খেলাও আর মাঠে গড়ায়নি। আম্পায়ার ব্রাদার্স ইউনিয়নকে ১৭ রানে জয়ী ঘোষণা করে। দিনের  আরেক খেলায় প্রাইম ব্যাংক ৩৭ রানে জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেয়া ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ২৪ ওভারে ১১৪ রান করে প্রাইম ব্যাংক। পরে বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে প্রাইম ব্যাংক জয়ী ঘোষণা করে আম্পায়ার।

ওয়াই/সি