বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৫:২৬ পিএম
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পর্যবেক্ষক দল। এ দলের কাছ থেকে সবুজ সংকেত পেলেই এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে সফর চূড়ান্ত করবে সিএ। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এর আগে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস স্যাদারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায়ই চূড়ান্ত। শুধু নিরাপত্তাবিষয়ক ব্যবস্থাপনা ও সূচি নির্ধারণ বাকি।
তিনি আরো জানান, আমরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেছি। সব গবেষণা ফলাফল পাওয়ার পর এ সফর ঠিক সময়ে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা বিষয়ক ব্যাবস্থাপনা ও সূচি চূড়ান্ত করলেই হলো।
এর মাত্র দু’দিন আগে সিএ’র বরাত দিয়ে বাংলাদেশ সফর এখনো ‘চূড়ান্ত নয়’ বলে প্রতিবেদন ছাপায় ইএসপিএন ক্রিকইনফো।
৬ মে নিজামউদ্দিন চৌধুরী জানান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দল যেকোনো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ করে থাকে। এ মাসের মাঝামাঝিতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। তারা নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনা ও কিছু ছোটখাটো বিষয় পর্যবেক্ষণ করবে। পরে এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রতিবেদন দেবে। এটি ইতিবাচক হলে বাংলাদেশ সফর চূড়ান্ত করবে অস্ট্রেলিয়া।
এপ্রিল মাসের শেষদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইসিসির সভায় এ বিষয়ে তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভের নিশ্চিত করেছেন।
২০১৫ সালের অক্টোবরেও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। পরে সিএ’র নিরাপত্তাপ্রধান শন ক্যারলের নেতৃত্বে তিন সদস্যের পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর স্থগিত করা হয়।
অস্ট্রেলিয়ার এ সফর হওয়ার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তা বাতিল করে সিএ। ২০১৬ সালের শুরুতে একই ইস্যুতে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া।
সবকিছু ঠিক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চট্টগ্রামে ২২-২৪ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। ২৭-৩১ আগস্ট চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়।
ডিএইচ