images

খেলা / ক্রিকেট

ডিপিএলে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান, দোলেশ্বর

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৮:৪৭ পিএম

images

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দিনের খেলায় জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও প্রাইম দোলেশ্বর।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ভিক্টোরিয়ার দেয়া ১৩১ রানের টার্গেটে খেলতে নেমে ২০.৫  ওভারে ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পায় আবাহনী। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৩০ রানে সবক’টি উইকেট হারিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া।

দিনের আরেক খেলায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের দেয়া ২৩০ রানের টার্গেটে খেলতে নেমে ১০ বল থাকতেই ২ উইকেটে জয় পায় মোহামেডান।

টস জিতে আগে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে ২২৯ রানে অলআউট হয় পারটেক্স।

দিনের অপর খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ২৯ রানে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।

বিকেএসপির চার নম্বর মাঠে দোলেশ্বরের দেয়া ২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে রূপগঞ্জ।  

ডিএইচ