images

খেলা / ক্রিকেট

এগিয়ে থেকে আইরিশদের বিপক্ষে নামছে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৯:৩৯ পিএম

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। সবমিলিয়ে আইরিশদের চেয়ে এগিয়ে থেকে এ ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুশফিকরা।

এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর ৫টিতেই জিতেছে বাংলাদেশ। আর বাকি দু’টি জিতেছে আয়ারল্যান্ড।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম দেখা হয় ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। প্রথম দেখাতেই হোঁচট খায় টাইগাররা। ব্রিজটাউনে প্রথমে ব্যাট করে উইলিয়াম পোর্টারফিল্ডের ৮৫ রানে ভর করে ২৪৩ রানের পুঁজি পায় আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ৭৪ রানে পরাজয় বরণ করে বাশার বাহিনী।

এরপর ২০০৭-০৮ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা সফরে আসে আয়ারল্যান্ড। সেই সিরিজে আইরিশদের বাংলাওয়াশ করে আশরাফুল বাহিনী।

তার পর ২০১০ সালে ২ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যায় বাংলাদেশ। টাইগারদের ওই সফরটা শুরু হয় যাচ্ছেতাই ভাবে। বেলফাস্টে প্রথম ম্যাচে আইরিশদের কাছে নাকানিচুবানি খেয়ে ৭ উইকেটে হারে বাংলাদেশ। তবে পরে ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

দু’দলের সবশেষ দেখা হয় ২০১১ বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপে। ওই ম্যাচে আইরিশদের ২৭ রানে হারিয়ে বিশ্বকাপে হারার মধুর প্রতিশোধ নেয় টাইগাররা।

এখন দেখার পালা সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে এগিয়ে থাকার পরিসংখ্যানটা আরো বাড়িয়ে নিতে পারে কি না টাইগাররা।

ডিএইচ