images

খেলা / ফুটবল

বিএসজেসি মিডিয়া কাপের সেমিফাইনালে আরটিভি

শুক্রবার, ১২ মে ২০১৭ , ১০:০৫ এএম

বিএসজেসি মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিলো জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি।

রাজধানীর পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় দু’দলের মধ্যে। বৈশাখী টিভিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় আরটিভি।

মূল সময়ের খেলায় গোলশূন্য ছিল দু’দলই। কয়েকটি সুযোগ তৈরি করলেও অচলাবস্থা ভাঙতে পারেনি কোনো দল। ফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আরটিভির চার গোলের বিপরীতে তিন গোল দিতে সক্ষম হয় বৈশাখী।

অসাধারণ দক্ষতা দেখানোয় ম্যাচ সেরা হয়েছেন, আরটিভির গোলরক্ষক শরীয়ত খান। ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার, মেহরাব হোসেন আসিফ ও আরটিভির উপ-প্রধান বার্তা সম্পাদক রাজীব খান।

কে/জেএইচ