images

খেলা / ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ

শুক্রবার, ১২ মে ২০১৭ , ০৩:৫৩ পিএম

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে ম্যাচটি বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও মেঘলা আকাশের কারণে দেরি হচ্ছে। 

এ ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সবশেষ সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ রয়েছেন তিনি। তাই এ ম্যাচে তার বদলে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের জন্য শুভকামনা থাকছে ম্যাশের।

মাশরাফির জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন। এর বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে ম্যাচের বাকি ১০ জনই আছেন।

ত্রিদেশীয় সিরিজে অপর দল নিউজিল্যান্ড। এ সিরিজে ভালো করে ২০১৯ বিশ্বকাপে নিজেদের অবস্থান পোক্ত করার সুযোগ থাকছে টাইগার বাহিনীর।

এ সিরিজের পরই বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), নেইল ও’ব্রাইন, অ্যান্ড্রু বালবিরনে, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রাইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরটাগ ও পিটার চেজ।

কে/ডিএইচ