images

খেলা / ক্রিকেট

কিউই বধে ইতিহাস গড়লো টাইগাররা (ভিডিও)

বুধবার, ২৪ মে ২০১৭ , ১১:৩৪ পিএম

ত্রিদেশীয় সিরিজের শেষ ও নিজেদের বহু হিসাবের ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ। এ নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কিউইদের বধ করলো টাইগাররা। একইসঙ্গে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে উঠলো তারা। ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাও অনেকটা নিশ্চিত হলো ম্যাশবাহিনীর।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ৭ রানে জিতান প্যাটেলের বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন  মারকুটে ওপেনার সৌম্য সরকার (০)।

এরপর ওয়ানডাউনে নামা সাব্বির রহমানকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন তামিম ইকবাল। তাকে যোগ্য সঙ্গ দেন সাব্বিরও। উড়ন্ত গতিতে এগিয়ে যান তারা। কিন্তু হুট করেই পথ হারিয়ে ফেলেন তামিম। দলীয় ১৪৩ রানে স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে সাব্বিরের সঙ্গে ১৩৬ রানের মহামূল্যবান জুটি গড়েন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। ৮০ বলে তার ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়।

সঙ্গী হারিয়ে খেই হারিয়ে ফেলেন সাব্বির রহমানও। দলীয় স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে রানআউট হয়ে ফেরেন তিনি। তার আগে ৮৩ বলে ৯ চারে তামিমের সমান রান করেন এ হার্ডহিটার।

সাব্বিরের পরপরই জিতান প্যাটেলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন উদীয়মান ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন (১০)। এরই সঙ্গে চাপে পড়ে বাংলাদেশ।

এ চাপের মধ্যে দলকে রেখে বেনেটের বলে অযাচিত শট খেলতে গিয়ে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১৯)। ফলে বাংলাদেশের হেরে যাওয়ার শঙ্কা দেখা দেয়।

পরে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে জেঁকে বসা চাপ কাটিয়ে ওঠেন মুশফিকুর রহিম। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদুল্লাহও। শক্ত হাতে তারা ধরেন দলের হাল। ধীরে ধীরে দলকে টেনে তোলার চেষ্টা করেন। এতে হারার শঙ্কাও উবে যায়। শেষ পর্যন্ত তাদের বিচক্ষণতায় ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ৪৫ রানে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ও ৪৬ রান নিয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন।

কিউইদের হয়ে জিতান প্যাটেল ২টি এবং মিচেল স্যান্টনার ও হামিশ বেনেট নেন ১টি করে উইকেট।   

এর আগে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭০ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন বিধ্বংসী ওপেনার টম লাথাম। মারকুটে নিল ব্রুম করেন ৬৩ রান। এছাড়া অভিজ্ঞ রস টেইলরের ব্যাট থেকে আসে অপরাজিত ৬০রান।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মাশরাফি, নাসির ও সাকিব। আর ১টি করে উইকেট শিকার করেন মুস্তাফিজ ও রুবেল।

ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম।

 

ডিএইচ