images

খেলা / ফুটবল

টাইব্রেকার ভাগ্যে সেমিতে চট্টগ্রাম আবাহনী

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ১১:৩৩ পিএম

ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলো চট্টগ্রাম আবাহনী।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে উভয় দল। ১০ মিনিটে দারুণ এক গোল করে শেখ রাসেলকে লিড এনে দেন মেহবুব হাসান নয়ন।

তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩ মিনিট পরেই অধিনায়ক জাহিদ হোসেনের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী।

১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে পড়ে শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী।

তবে নির্ধারিত সময়ে আর কোনো দল গোল পায়নি। অতিরিক্ত সময়েও ম্যাচ বের করতে পারেনি দু’দলের কেউই।

শেষ পর্যন্ত খেলা গড়ায় ভাগ্য পরীক্ষার টাইব্রেকারে। এতে ৪-২ ব্যবধানে খেলার নিষ্পত্তিও হয়।

ডিএইচ