images

খেলা / ফুটবল

কোপা দেল রে’ দিয়েই বার্সা ছাড়লেন এনরিকে

রোববার, ২৮ মে ২০১৭ , ১০:১৫ এএম

দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণ কোপা দেল রে’র রেকর্ড ২৯তম শিরোপা জিতলো জায়ান্ট বার্সেলোনা।

এ ম্যাচের মাধ্যমে তিন বছরের বার্সা ক্যারিয়ারের ইতি টানলেন কোচ লুইস এনরিকে।

২০১৪ সালে দায়িত্ব নেওয়া এনরিকে সব মিলিয়ে নয়টি শিরোপা জিতে বার্সেলোনাকে বিদায় জানালেন স্পেনের এই কোচ।

ভিসেন্তে ক্যালদেরনে মেসি অ্যান্ড কোং’র বিপক্ষে কাঁধে কাঁধ বাধিয়ে লড়াই করে মাওরিসিও পেলেগ্রিনোর শিষ্যরা।

৩০ মিনিটে নেইমারের সঙ্গে ওয়ান-টু’তে বার্সেলোনাকে লিড এনে দেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা এনিয়ে এই নিয়ে ৫৪টি গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

যদিও তিন মিনিটের মধ্যেই ফ্রি-কিক থেকে আলাভেসকে সমতায় ফেরান থিও হার্নান্দেজ।

প্রথমার্ধের শেষ মিনিটে গোমেজের পাসে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ও মেসির পাসে পাকো আলকেচার লক্ষ্যভেদ করলে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় টানা তৃতীয় বারের মতো কোপার শিরোপা উৎসবে মাতে কাতালানরা।

ওয়াই/