সোমবার, ২৯ মে ২০১৭ , ১২:৫৪ পিএম
বিদায়ী ম্যাচে ফ্রানসেস্কো টট্টিকে দারুণ জয় উপহার দিলো রোমা। ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’তে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে এ কিংবদন্তিকে বিদায় জানিয়েছে তারা। অপর ম্যাচে উদিনেসের বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান।
স্টাডিও অলিম্পিকোতে শুরু থেকেই পাল্টা আক্রমণে জমে ওঠে রোমা-জেনোয়ার খেলা। প্রথমে সাফল্য পায় জেনোয়া। ম্যাচের ৩ মিনিটেই দলকে লিড এনে দেন পেলেগ্রি। তবে সমতায় ফিরতে রোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১০ মিনিটে দলকে সমতায় ফেরান এডিন জিকো। এরপর তীব্র প্রতিদ্বন্দ্বীতায় খেলা এগিয়ে গেলেও প্রথমার্ধে আর কেউই গোলের দেখা পায়নি। ফলে ১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। এতে প্রথম সাফল্য পায় রোমা। ৭৪ মিনিটে ডি রোজির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিছুক্ষণ পরই পাল্টা আক্রমণে সমতায় ফেরে জেনোয়া। ম্যাচের ৭৯ মিনিটে দলকে সমতায় ফেরান ডার্কো লাজোভিচ।
তবে নাটকের তখনো বাকি ছিল। ঠিক শেষ বাঁশি বাজার আগে জেনোয়ার কপালে মৃত্যু পেরেক ঠুকে দেন পেরোত্তি। এতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে আনন্দে মাঠ ছাড়ে রোমা।
এ ম্যাচ দিয়ে রোমা’য় ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ফ্রানসেস্কো টট্টি। এ ক্লাবের হয়ে ৭৮৬ ম্যাচে ৩০৭ গোল করেন তিনি।
ম্যাচ শেষে ৪০ বছরের এ ইতালিয়ান কিংবদন্তি বলেন, আমি আতঙ্কিত! আমি জানি না, ভবিষ্যতে কী ঘটবে; কী করবো!
অপর ম্যাচে, শুরু থেকেই উদিনেসের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলে ৫-২ গোলের জয় তুলে নেয় ইন্টার মিলান। দলের হয়ে জোড়া গোল করেন এডার। একটি করে গোল করেন পেরিসিস, ব্রোজোভিচ ও জাপাটা।
ডিএইচ