মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ , ০৭:২০ পিএম
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও অলিম্পিক ব্রোঞ্জপদক জয়ী ভারতকে রুখে দিল দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এবারের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির আসর। প্রথম ম্যাচে খেলতে নেমে দ. কোরিয়ার বিপক্ষে এগিয়ে যায় ভারত।
এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। এমনকি সবশেষ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে খেলতে নেমেছিল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি।
খেলতে নেমে খেলার চার মিনিটের সময় দলকে এগিয়ে নেন ললিত উপাধ্যায়। এরপর দলের সহঅধিনায়ক হারমানপ্রীত সিং ২-০ লিড এনে দেন ১৮তম মিনিটে।
পিছিয়ে গেলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দ.কোরিয়া। শেষ দুই কোয়ার্টারে তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয় ভারত। ৪১ মিনিটে জংঘিউন ও ৪৬তম মিনিটে সানঘিউন গোল করে চমকে দেন চ্যাম্পিয়নদের।
২-২ সমতায় ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় দ. কোরিয়ার। রক্ষণভাগ ও আক্রমণভাগে পরীক্ষা নিতে শুরু করে ভারতীয়দের। শেষ পর্যন্ত গোল ব্যবধান বাড়াতে না পেরে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীদের।
আগামী ১৫ ডিসেম্বর, বুধবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।
এম/এসকে