images

খেলা / ফুটবল

জুভেন্টাসের ট্রেবল না রিয়ালের ডাবল? (ভিডিও)

শনিবার, ০৩ জুন ২০১৭ , ০২:০৬ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রাতে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে ১টায়।

এরই মধ্যে ঘরোয়া ডাবল জিতে রেখেছে জুভেন্টাস। টানা ষষ্ঠবারের মতো সিরি আ’র পর তৃতীয়বার কোপা ইতালিয়া ট্রফি জিতে ডাবল পূর্ণ করে তুরিনের ওল্ড লেডিরা। সেই হিসাবে ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে ইতালি চ্যাম্পিয়নদের।

জুভেন্টাসের মূল শক্তি ডিফেন্স। দূর্গের প্রধান তিন সেনা বোনুচ্চি-বারজাল্লি-কিয়েল্লিনি। আক্রমণে রয়েছেন গঞ্জালো হিগুয়েইন, সামি খিদেরা ও পাওলো দিবালা। সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। স্বাভাবিকভাবেই তারা চাইবে শিরোপা বগলদাবা করে বছরটিকে স্মরণীয় করে রাখতে। দু’বছর আগে বার্সেলোনার কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও এবার সেই সুযোগ হারাতে নারাজ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

অন্যদিকে ডাবল জয়ের হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। এটি জিতলে ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দু’মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের কীর্তি গড়বে স্প্যানিশ জায়ান্টরা। একইসঙ্গে কোচ হিসেবে একই কীর্তি গড়বেন জিনেদিন জিদান।

এ বছর জিদানের অধীনে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দারুণ ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।সব ধরনের প্রতিযাগিতায় করেছেন ৪০ গোল। দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্যারেথ বেল, করিম বেনজেমারাও। ৫৯ বছর পর ইউরোপিয়ান ডাবল জিততে মুখিয়ে রয়েছে হোয়াইট ডেভিলসরাও।

 

ডিএইচ