রোববার, ০৪ জুন ২০১৭ , ১০:২১ এএম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারালো দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে সবচেয়ে কম ইনিংসে ২৫তম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাশিম আমলা।
কেনিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটের বিনিময়ে ২৯৯ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
প্রায় দেড় বছর পর এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। যদিও ১০ ওভারে ৫৭ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি।
সাবধানী শুরু সত্ত্বেও হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৪ রান।
২৩ রান করে নুয়ান প্রদীপের শিকার হন ডি কক।
আর ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে ১০৩ করে রান আউট হন হাশিম আমলা।
এছাড়া ডু প্লেসিস ৭৫ ও জেপি ডুমিনি করেন অপরাজিত ৩৮ রান।
জবাবে দারুণ শুরু সত্ত্বেও ইমরান তাহিরের ঘূর্ণিতে ৫১ বল বাকি থাকতেই ২০৩ রানে অলআউট হয় লঙ্কানরা।
সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক উপুল থারাঙ্গা। এছাড়া নিরোশান দিকভেলা ৪১ ও অপরাজিত ৪৪ রান করেন কুশল পেরেরা।
মাত্র ২৭ রান দিয়ে চারটি উইকেট দখল করে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির।
শ্রীলঙ্কা দল:
উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চামারা কাপুগেদারা, অসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্নে, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা।
দক্ষিণ আফ্রিকা দল :
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, মরনে মর্কেল ও ইমরান তাহির।