images

খেলা / ক্রিকেট

ম্যাচ থামালো বৃষ্টি, ভারত ৪৬/০

রোববার, ০৪ জুন ২০১৭ , ০৪:৩৩ পিএম

সন্ত্রাসী হামলা না পারলেও ভারত-পাকিস্তান ম্যাচ থামিয়ে দিলো বৃষ্টি। ৯ ওভার ৫ বল হবার পরেই হানা দেয় বৃষ্টি। এর আগে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান সংগ্রহ করতে পেরেছে ভারত।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের ওপেনার রোহিত শর্মা ৩৪ বল থেকে ২৫ রান ও শিখর ধাওয়ান ২৫ বল থেকে ২০ রান নিয়ে অপরাজিত আছেন।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ১৪, স্পিনার ইমাদ ওয়াসিম ৪ ওভার ৫ বলে ২৭ ও হাসান আলি এক ওভারে ৫ রান দিয়েছেন।

ভারত দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান দল:

আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।

কে/সি