শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ০৩:৩৮ পিএম
ভেজা আউটফিল্ডের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। অষ্টম আসরে গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে দু’দলের লড়াই শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে মাঠ ভেজা থাকায় তা সম্ভব হচ্ছে না। বিকেল পৌনে ৪টায় মাঠ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
গেলো দু’দিন কার্ডিফে বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি হয়নি। তবে কার্ডিফের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে আউটফিল্ড স্যাতসেতে রয়েছে।
টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। তবে পরশু যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া, তাহলে দু’দলের জয় কোনো কাজেই আসবে না। তাই এ ম্যাচে জয়ের পাশাপাশি ওই দিন অস্ট্রেলিয়ার পরাজয় প্রার্থনা করতে হবে টাইগার-কিউইদের।
এমন ম্যাচে বাংলাদেশের রণকৌশলে কিছু রদবদল ঘটতে পারে। সামান্য পরিবর্তন আসতে পারে মূল একাদশে। ইমরুল কায়েসের জায়গায় ঢুকতে পারেন পেসার তাসকিন আহমেদ। উইকেট বিবেচনায় তা নিয়ে চিন্তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এখন পর্যন্ত ৩১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে ২১টি জিতেছে কিউইরা। আর টাইগাররা ৯টি। এমন পরিসংখ্যানের পরও কার্ডিফে কিউই বধ করে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলার স্বপ্নে বিভোর লাল-সবুজের প্রতিনিধিরা।
সাম্প্রতিক রেকর্ড সাহস যোগাচ্ছে টাইগারদের। গেলো ২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ডাবলিনে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশের মাটিতে কিউইদের বেশ ক’বার বাংলাওয়াশ করার অভিজ্ঞা রয়েছে বাংলাদেশের।
এছাড়া এ লড়াইয়ে সামান্য হলেও সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে মাশরাফিবাহিনী। এ সোফিয়া গার্ডেনেই ২০০৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুলের অসাধারণ সেঞ্চুরিতে অজি বধে পুরো ক্রিকেট দুনিয়ার নজর কাড়ে টাইগাররা।সেই মাঠেই তখনকার চেয়ে শক্তিশালী ও বদলে যাওয়া বাংলাদেশ খেলবে কিউদের বিপক্ষে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস-১।
ডিএইচ