images

খেলা / ক্রিকেট

এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন-টেইলর

শুক্রবার, ০৯ জুন ২০১৭ , ০৬:২২ পিএম

images

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৪  রান করেছে নিউজিল্যান্ড।  এ মুহূর্তে দলকে এগিয়ে নিচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা কেন উইলিয়ামসন ও রস টেইলর। ৫০ রান নিয়ে উইলিয়ামসন ও ৩৩ রান নিয়ে টেইলর ক্রিজে রয়েছেন।

অষ্টম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।  তবে মাঠ ভেজা থাকায় তা সম্ভব হয়নি। বিকেল পৌনে ৪টায় মাঠ পর্যবেক্ষণ শেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরুর  সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সতর্ক সূচনা করেন দু’ওপেনার মার্টিন গাপটিল ও লুক রঞ্চি। দলীয় ৪৬ রানে লুক রঞ্চিকে (১৬) মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন  বাংলাদেশ গতিতারকা তাসকিন আহমেদ।

রঞ্চির বিদায়ের পর কেন উইলিয়ামসনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন গাপটিল। তারা এগিয়েও যাচ্ছিলেন বেশ। তবে এ যাত্রায় বাধ সাধেন বাংলাদেশ রিভার্স সুইং তারকা রুবেল হোসেন।বিস্ফোরক ব্যাটসম্যান মার্টিন গাপটিলকে (৩৩) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে তাদের আলাদা করেন তিনি।

সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। কিন্তু  শনিবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিলে দু’দলের জয় কোনো কাজেই আসবে না। তাই এ ম্যাচে জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার পরাজয় প্রার্থনা করতে হবে টাইগার-কিউইদের।

ডিএইচ