images

খেলা / ক্রিকেট

দুর্দান্ত সূচনা পাকিস্তানের

বুধবার, ১৪ জুন ২০১৭ , ০৮:৩৩ পিএম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের দেয়া ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত ১৪ ওভার শেষে বিনা উইকেটে ৮১ রান করেছে সরফরাজবাহিনী। আজহার আলি ৩৫ ও ফখর জামান ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে মাত্র ২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া বেন স্টোকস, ইয়ন মরগানের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩৩ রান।

এদিনও পাকিস্তানের সেরা বোলার হাসান আলি। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখতে দারুণ ভূমিকা রাখেন জুনায়েদ খান ও রুম্মন রইন। ১ উইকেট নিয়ে তাতে সহায়তা করেন শাদাব খান।

ডিএইচ