images

খেলা / ফুটবল

ঘরের মাঠেও মঙ্গোলিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র বাংলাদেশের

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ , ০৮:১৭ পিএম

images

মঙ্গোলিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মঙ্গলবার (২৯ মার্চ) ঘরের মাঠে ফেবারিট হিসেবে মাঠে নেমেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।

এরআগে দু’বার মুখোমুখি হয়েছে দু’দেশ। ২০০১ সালের সেই বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে প্রথমটিতে ৩-০ গোলের জয় অন্যটিতে ২-২ গোলের সমতা করেছিল লাল-সবুজের দল। ১৭ মাস পর ঘরের মাঠ সিলেটে খেলতে নেমে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।

এদিন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে নতুন কোচের অধীনে নতুন মিশন নিয়ে শুরু করা বাংলাদেশ। জেমি ডে, অস্কার ব্রুজোন থেকে শুরু করে ক্যাবরেরার দলেরও গোলের মুখে সেই চিরচেনা দুর্বলতা চোখে পড়েছে। ম্যাচের প্রথমার্ধের শেষে যেমন, তেমনি শেষ সময়েও জালে যাওয়ার মতো দুটি শট গোলের বাইরে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ম্যাচে সেরা দুটি সুযোগ তৈরি করেছিল ৪১ ও ৭২ মিনিটে। প্রথমার্ধে সুমন রেজার নেওয়া শটটি ফিরে আসে ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধে জামাল শট নিলে কর্ণারের মাধ্যমে ফিরিয়ে দেন মঙ্গোলিয়া গোলরক্ষক। এর আগে বাংলাদেশ ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হেরে ফিরেছে। লাওসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১-০ গোলে হারা মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ে ফেরার সুযোগ হারাল স্বাগতিকরা।

ফিফা র‍্যাঙ্কিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলে বাংলাদেশ-মঙ্গোলিয়া। লাল-সবুজের প্রতিনিধিরা (১৮৬) পিছিয়ে মাত্র দুই ধাপ। তবে মুখোমুখি রেকর্ড বাংলাদেশের পক্ষে। জামাল ভূঁইয়ারা চেনা মাঠ-কন্ডিশনের সঙ্গে পেয়েছে গ্যালারি ভরা দর্শকের সুবিধাও। তবুও ফল পক্ষে আসলো না। হ্যাবিয়ের ক্যাবরেরার দলকে গোল শূন্য সমতায় মাঠ ছাড়তে হলো।