images

খেলা / ক্রিকেট

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ , ১০:২৯ এএম

images

আবারও শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'। ২০২২ আসরের জন্য হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট তালিকাও। বৃহস্পতিবার আসন্ন আসরের জন্য যে তালিকা প্রকাশ করেছে সেখানে ২৮৫ জন বিদেশি ক্রিকেটার এবং ২৫০ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

এই তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। যেখানে ১ লাখ ইউরোর ক্যাটাগরিতে রয়েছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। এই ক্যাটাগরিতে রয়েছেন আরও তিন বিদেশি কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল এবং ঝাই রিচার্ডসন।

সাকিব ছাড়া আরও ৯ বাংলাদেশি নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং সৌম্য সরকার। যদিও তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি।

সবচেয়ে বেশি ১ কোটি ২৫ লাখ ইউরোর ক্যাটাগরিতে থাকা ৮ বিদেশি ক্রিকেটার হলেন বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারিন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি এবং ডেভিড ওয়ার্নার।

আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এদিকে প্লেয়ার্স ড্রাফটের তালিকা গত ৩০ মার্চ ঘোষণা করার কথা ছিল। সেটা হয়নি অজি তারকা শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য।