সোমবার, ১৯ জুন ২০১৭ , ০৪:৪৬ পিএম
ফিফা কনফেডারেশন্স কাপে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে টানা দু’কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় হোঁচট খেয়েছে পর্তুগাল।
ক্যামেরুন ও চিলির ম্যাচে প্রধমার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় চিলি। ৮১ মিনিটে আরতুরো ভিদালের গোলে লিড নেয় তারা। আর শেষ মুহূর্তে এদোয়ার্দো ভারগাসের গোলে জয়োল্লাসে মাতে প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপে খেলা দলটি।
অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩৫ মিনিটে রিকার্দো কারেসমার গোলে লিড নেয় পর্তুগাল। তবে ৪২ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের গোলে সমতায় ফেরে মেক্সিকো।
৮৬ মিনিটে সেদরিকের গোলে আবারো এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু যোগ করা সময়ে জটলা থেকে হেক্টর মরেনো হেডে গোল করলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।
ডিএইচ