বুধবার, ২৭ এপ্রিল ২০২২ , ০৯:১৯ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিবারই দুর্দান্ত দল গড়েও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপটা থেকেই যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। বিরাট কোহলির নেতৃত্বে একের পর এক আসরে ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি দলটা। তবে এবার আর নেতৃত্বে নেই সময়ের সেরা এই ক্রিকেটার।
দলের নেতৃত্ব ছেড়ে নির্ভার হয়ে খেলতে চাইলেও সেটাও পারছেন না। তার ব্যাট হাসছে না। চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে শুরুটা দারুণ করলেও এখন পর্যন্ত ৮টি ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস ৪৮। মোট ৯ ইনিংসে ১৬ গড়ে করেছেন মাত্র ১২৮ রান।
কোহলির একের পর এক ব্যর্থতা নাড়া দিয়েছে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীকে। কদিন আগে শাস্ত্রী বলেছিলেন অন্তত দুই মাসের জন্য কোহলিকে বিশ্রামে যেতে।
গত ২০১৯ সাল থেকে কোনও ফরম্যাটেই সেঞ্চুরি নেই কোহলির। অথচ একটা সময় বলা হতো, সেঞ্চুরিতে কোহলি ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকেও। সে কোহলি ধুঁকছেন রানের জন্য। সবশেষ তিন ইনিংসের টানা দুই ম্যাচে করেছেন শূন্য রান।
এমন অবস্থায় কোহলির এমন অবস্থায় ক্রীড়া উপস্থাপক যতীন সাপ্রুর সঙ্গে ইউটিউব আলাপচারিতায় সাবেক কোচ শাস্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্যারিয়ার যদি লম্বা করতে চায় তবে এখনই আইপিএল ছাড়তে হবে তাকে।
‘আমার মনে হয় বিশ্রাম প্রয়োজন কোহলির জন্য। টানা ম্যাচ খেলছে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে। এই চাপটা আছে। তার বিরতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। অন্তত ভারসাম্য আনতে হলেও বিরতি দরকার। বিশ্বকাপের পর কয়েকটি সিরিজ এবং আইপিএলে খেলছে। সে যদি আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে চায়, যদি নিজের ভালো চায় তবে আইপিএল থেকে সরে দাঁড়াক।’
শুধু কোহলি নয়, চলতি আইপিএলে জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই ফর্ম খারাপ যাচ্ছে। শাস্ত্রী মনে করেন তাদেরও বিশ্রাম প্রয়োজন। তবে দেখার বিষয়, সব সামলে সাবেক গুরুর পরামর্শ মানতে পারেন কী না কোহলি!