images

খেলা / ক্রিকেট

পাকিস্তানের টেস্ট অধিনায়ক হচ্ছেন সরফরাজ

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ০১:৪৭ পিএম

images

দেশকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতানোয় বিভিন্ন মহলের পুরস্কারে ভাসছেন সরফরাজ আহমেদ। এবার আরো একটি সুখবর পেলেন তিনি। তাকে টেস্ট দলেরও অধিনায়ক করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে সবকিছুই নাকি চূড়ান্ত করে ফেলেছে বোর্ড।

পিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা পিটিআইকে জানান, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। চ্যাম্পিয়নস ট্রফি চলার সময় লন্ডনে বৈঠক করেন  বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ও নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, এখন কেবল আনুষ্ঠানিকভাবে সরফরাজকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। পিসিবি চেয়ারম্যান দেশে ফিরলেই কাজটুকু সেরে ফেলা হবে। সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি চূড়ান্ত।

গেলো ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহ্-উল-হকের সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন সরফরাজ আহমেদ। সেটি ছিল পাকিস্তানের সবচে’ সফল টেস্ট অধিনায়ক মিসবাহর বিদায়ী সফর। তাই সেই সফর শেষেই টেস্ট অধিনায়কের খোঁজে নামে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লন্ডন বৈঠকে তা চূড়ান্ত করে।

দলের প্রধান কোচ মিকি আর্থারকেও ধরে রাখার ইঙ্গিত দিয়েছে পিসিবি। ওই কর্মকর্তা বলেন, বৈঠকে প্রধান কোচের ব্যাপারেও কথা হয়েছে। তার পারফরম্যান্সে সন্তুষ্ট বোর্ড। আপাতত তিনিই থাকছেন।

ডিএইচ