images

খেলা / ক্রিকেট

স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছাড়লেন উইলিয়ামসন

বুধবার, ১৮ মে ২০২২ , ০২:১২ পিএম

images

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইতোমধ্যে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেছেন এই ক্রিকেটার।

এদিকে অধিনায়ক উইলিয়ামসনের বিদায়ে সানরাইজার্সের নতুন নেতৃত্ব পেতে পারেন নিকোলাস পুরান কিংবা ভুবনেশ্বর কুমার।

দলের অধিনায়কের বিদায়ে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘পারিবারিক কারণে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন উইলিয়ামসন। রাইজার ক্যাম্পের প্রত্যেকে কেন উইলিয়ামসন ও তার স্ত্রীকে অনেক শুভকামন জানাচ্ছে এবং তার সন্তান যেন নিরাপদে ভূমিষ্ঠ হয় সেই কামনা করছে।’

চলতি মৌসুমে সানরাইজার্স অধিনায়ক উইলিয়ামসন ভালো ফর্মে নেই। ১৩ ম্যাচে মোটে করতে পেরেছেন মাত্র ২১৬ রান। তার চেয়ে বড় বিষয় আইপিএলের মতো আসরে মাত্র ৯৩ স্ট্রাইক রেটে রান করতে পেরেছিলেন তিনি। অধিনায়কের মতোও ধুঁকছে ফ্র্যাঞ্চাইজিটি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে দলটি।

প্লে অফে ওঠার জন্য দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। সানরাইজার্স যদি নিজেদের শেষ ম্যাচ জিতে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস যদি হেরে যায় তাহলে শেষ চারে ওঠার সুযোগ থাকবে দলটির।