images

খেলা / ক্রিকেট

হাঁটু গেড়ে প্রস্তাব দিলেন স্মিথ

বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ১০:২৭ পিএম

images

দীর্ঘ দিনের বান্ধবীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ। এতে রাজি হয়েছেন ড্যানি উইলিস। এর পরই বাগদানও সেড়ে ফেলেছেন এ জুটি।

নিউইয়র্কে অবকাশ যাপন কালে স্মিথ তার জীবনের নতুন ইনিংস শুরুর ঘোষণা দেন।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করে তিনি বলেন,  ‘আজ এক হাঁটু গেড়ে প্রস্তাব দিলাম এবং ড্যানি উইলিস বললেন হ্যাঁ!!! আর ‘অ্যানগেজড’ হ্যাশট্যাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এরই মধ্যে বাগদানও শেষ করেছেন।

সিডনির ম্যাকিউরি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী ড্যানি। ২০১২ সালে বিগ ব্যাশ চলাকালে একটি পান শালায় প্রথম স্মিথের সঙ্গে পরিচয় হয়।

দেনা-পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে বড় ধরনের ঝামেলায় চলছে স্মিথের দলের।

সবশেষ খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) খেলোয়াড়দের আনুষ্ঠানিক চিঠি দিয়ে নির্ধারিত সময়ে চুক্তিতে স্বাক্ষর না করলে তাদেরকে বেকার হতে হবে বলে হুমকি দিয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করার জন্য শুক্রবার পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে সিএ। সমঝোতা চুক্তি স্বাক্ষর না করলে বেকার হয়ে পড়বে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

এ অবস্থায় অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফরও ঝুঁকির মধ্যে পড়েছে।

আসছে আগস্টে টেস্ট সিরিজ খেলতে আসছে অজিরা। সেজন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো। স্কোয়াডে একজনকে অন্তর্ভুক্ত করা হবে। এতে অজি দল দাঁড়াবে ১৪ সদস্যে।

বাংলাদেশ সফরে দু’টি টেস্ট ছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

ওয়াই/

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা

সেরা একাদশের ওপেনার তামিম, ১২ নম্বরে কোহলি

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল ঘোষণা