images

খেলা / ক্রিকেট

ক্রিকেটে এবার শর্ট ফিল্ডারের হেলমেটে ক্যামেরা

শুক্রবার, ০১ জুলাই ২০২২ , ০৬:৪৫ পিএম

images

এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পঞ্চম টেস্ট ম্যাচে দারুণ এক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রথমবারের মতো শর্ট লেগের ফিল্ডারের হেলমেটে ক্যামেরা বসাতে যাচ্ছে স্কাই স্পোর্টস কর্তৃপক্ষ।

এর আগে শর্ট লেগের ফিল্ডারের হেলমেটে ক্যামেরা দেখে গেছে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম। ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে শর্ট লেগের ইংলিশ ফিল্ডার অলি পোপের হেলমেটে বসানো হবে এই ক্যামেরা। এই বিষয়ে আইসিসি এবং ইসিবি দুই পক্ষই সমর্থন দিয়েছে বলে জানিয়েছে, ইংরেজি সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

স্কাই স্পোর্টস জানিয়েছে, শর্ট লেগের ফিল্ডারের হেলমেটে ক্যামেরা বসানোর মাধ্যমে দর্শকরা খেলার ইউনিক দৃশ্য দেখতে পারবে। এই ক্যামেরা কেবল দৃশ্য ধারণ করবে, তবে কোনো শব্দ গ্রহণ করবে না বলেও জানিয়েছে স্কাই স্পোর্টস।

সম্প্রচার স্বত্ব পাওয়া স্কাই স্পোর্টস বলেছে, ‘এটা খেলার মাঝে দর্শকদের ইউনিক দৃশ্য দেখাতে পারবে। তবে এখানে কেবল ভিডিও ধারণ হবে, শব্দ নয়। শব্দ রেকর্ড হবে কেবল স্টাম্প মাইকে।’