শনিবার, ১৬ জুলাই ২০২২ , ১০:৫১ পিএম
ফরম্যাটটা ওয়ানডে হলেই যেন বদলে যায় বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজের শুরু থেকেই দাপট দেখাচ্ছে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে সহজে হারানোর পর আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের অল-আউট করে দেয়া গেছে ১৭৮ রানে।
দীর্ঘ ২৭ মাস পর রঙিন জার্সিতে ফিরেই উইন্ডিজ ব্যাটিং লাইন-আপে ধ্বস নামিয়ে তাইজুল ইসলাম তুলে নেন ৫ উইকেট। যা তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা বোলিং।
গায়ানায় প্রথম দুই ওয়ানডের মতো শেষ ওয়ানডেতেও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে স্বাগতিকরা।
গায়ানার স্পিনিং উইকেটে পেসার শরিফুল ইসলামের পরিবর্তে তাইজুলকে নেয়ার সিদ্ধান্তটা যে ঠিক ছিল সেটা মুহূর্তেই প্রমাণ করে দেন এই অফ-স্পিনার।
বোলিং করতে এসে নিজের প্রথম বলেই সাজঘরে ফেরান ওপেনার ব্র্যান্ডন কিংকে (৮) বোল্ড করে। দ্বিতীয় ওভারে ফেরান আরেক ওপেনার শাই হোপকে (২)। ১৫ রানে দুই দুই ওপেনারের বিদায়ের পর শামারাহ ব্রুকসকে (৪) ফেরান মোস্তাফিজুর রহমান।
এরপর কেসি কার্টিকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক নিকোলাস পুরান। দুজনের মিলে জুটি বাঁধেন ৬৭ (১২৮) রানের। এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ফেরান ৩৩ রান করা কেসি কার্টিকে ফিরিয়ে।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। ১৮ রান করা পাওয়েলকে ১৮ রানের মাথায় বোল্ড করে ফেরান তাইজুল ইসলাম। কেমো পল স্টাম্পিং হন ৬ রানের মাথায় তাইজুলের বলে।
তবে ক্যারিবীয় ব্যাটিং লাইন-আপে ধ্বস নামলেও অধিনায়ক পুরান তুলে নেন প্রথম অর্ধশতক। মোসাদ্দেক হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন আকিল হোসেইন (১)। এরপর নিকোলাস পুরানকে ৭৩ রানের মাথায় ফিরিয়ে ক্যারিয়ারের প্রথবার ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল।
পুরানের বিদায়ের পর গুডাকেশ মটিকে ২ রানে ফেরান মোস্তাফিজুর রহমান। ১৯ রান করা রোমারিও শেফার্ডকে ফেরান নাসুম আহমেদ। ক্যারিবীয়রা গুটিয়ে যায় ৪৮.৪ ওভারে।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ২ উইকেট করে নেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ১ উইকেট নেন মোসাদ্দেক হোসেন।