শুক্রবার, ১৪ জুলাই ২০১৭ , ০৮:৩৩ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও লড়ছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছে সফরকারীরা।
কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ৩৮ রানেই ফিরে যান দু’উদ্বোধনী ব্যাটসম্যান। আর ৭০ রানে চার উইকেট খোয়ালে খেলা চলে যায় শ্রীলঙ্কার দখলে।
তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ক্রেগ রিচার্ড অরভিন। পরে একে একে আরো চার ব্যাটসম্যান ফিরে গেলেও অপরাজিত থাকেন তিনি।
শেষ পর্যন্ত প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান।
১ ছক্কা আর ১৩ চারে ১৫১ রান করে অপরাজিত থাকেন অরভিন।
দিনের সবচে’ সফল বোলার রঙ্গনা হেরাথ। তিনি একাই নেন ৪ উইকেট।
এর আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়ী হয় জিম্বাবুয়ে।
ডিএইচ