images

খেলা / ফুটবল

২৭ মিনিটেই হ্যাট্রিক হিগুয়েনের

সোমবার, ০১ আগস্ট ২০২২ , ১২:১৯ পিএম

images

আন্তর্জাতিক ফুটবল থেকে গঞ্জালো হিগুয়েন অবসর নেন ২০১৯ সালে। এরপরও তিনি ফুরিয়ে যাননি, দাপিয়ে বেড়াচ্ছেন ক্লাব ফুটবলে। আর্জেন্টাইন এই সাবেক তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে।

রোববার রাতে সিনসিনাটির বিপক্ষে করেন হ্যাট্রিক। সেটিও করেন মাত্র ২৭ মিনিটেই। ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে হয় মোট আটটি গোল। দুই দলই সমান ৪টি করে গোল পায়। দারুণ রোমাঞ্চকর এই ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের করেন হিগুয়েন। প্রথম গোল করেন ২৩ মিনিটে, দ্বিতীয়টি ৩৭ মিনিটে এবং শেষ গোল করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।

প্রথম গোলটা প্রায় ২০ মিটার দূর থেকে করেন দুর্দান্ত ফ্রি কিকে। দ্বিতীয় গোলটা করেন প্রতিপক্ষের ডিফেন্স আর গোলরক্ষককে বোকা বানিয়ে নিখুঁত পাসিংয়ে। শেষেরটা স্পট কিক থেকে।

ইন্টার মিয়ামির হয়ে হিগুয়েন খেলছেন তৃতীয় মৌসুম। এই তিন বছরে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে করেছেন ২০টি গোল। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করা হিগুয়েন ক্লাব পর্যায়ে খেলেছিলেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, নাপোলি, চেলসির মত বড় বড় দলগুলোর হয়ে।