images

খেলা / ক্রিকেট

ইনজুরিতে সাকিব! (ভিডিও)

শনিবার, ১৫ জুলাই ২০১৭ , ০৫:২২ পিএম

images

দু’সিরিজ সামনে রেখে গেলো সোমবার থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ক’দিন না যেতেই ক্যাম্প শিবিরে ধাক্কা। গোড়ালির ইনজুরিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে শনিবার অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।

তবে খেলার মাঠে কিংবা অনুশীলনে নয়, নিজ বাড়িতে পা মচকে ইনজুরিতে পড়েছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, শুক্রবার তার বনানীর বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে যায়। তবে ইনজুরি গুরুতর নয়।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে সাকিবের ব্যান্ডেজ খুলে ফেলা হবে। পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে সপ্তাহ খানেক।

এদিন মিরপুরে কন্ডিশনিং ক্যাম্পে এলেও অনুশীলন করেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে তাকে। অনুশীলন না করেই বাড়ির পথ ধরেছেন দেশসেরা অলরাউন্ডার।

আগস্টের শেষদিকে দু’ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। এ দু’সিরিজ সামনে রেখে অনুশীলন করছে ২৯ ক্রিকেটার।

 

ডিএইচ