সোমবার, ১৭ জুলাই ২০১৭ , ০৭:১৫ পিএম
৫ আগস্টের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন বাংলাদেশ রিভার্স সুইং তারকা রুবেল হোসেন! ওই সময়ের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন তিনি। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিশিয়ান মনিরুল আমিন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল শেষে ইংল্যান্ডে হোটেল রুমের দরজায় ধাক্কা খেয়ে বাঁ চোখ ও কানের মাঝখানে চোট পান রুবেল। এজন্য ছুরির নিচেও যেতে হয় তাকে। গেলো মাসের শেষদিকে অস্ত্রোপচার করান বাগেরহাটের গর্ব। এখন বিশ্রামে রয়েছেন তিনি।
বিসিবি ফিজিশিয়ান বাংলাদেশ পেস সেনসেশনের ফেরা নিয়ে সোমবার সাংবাদিকদের বললেন, রুবেলের অস্ত্রোপচারের পর ৪ সপ্তাহ অতিক্রম করেছে। এখন তিনি ফিটনেস নিয়ে হালকা কাজ করতে পারবেন। ৬ সপ্তাহ পর পুরোপুরি অনুশীলন করতে পারবেন। আশা করছি, ৫ আগস্টের মধ্যে তিনি পুরোপুরি সেরে উঠবেন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ পেস আক্রমণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রুবেল হোসেন। টাইগারদের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত সেমিতে ভারতের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
ডিএইচ