images

খেলা / ক্রিকেট

ক্রিকেটার থেকে গায়ক হরভজন

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৪:০৬ পিএম

আলাদা পিচে অভিষেক ঘটলো ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংয়ের। সুরকার মিঠুনের এক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গানে ভারতের সত্যিকারের বীরদের অবদানের কথা তুলে ধরা হয়েছে।

গানটি হিন্দি ও ইংরেজি ভাষার সম্মিলনে গাওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এর প্রিমিয়ার হবে।

ক’দিন আগে বিবৃতিতে মিঠুন বলেন, আমরা দু’জন খুবই ঘণিষ্ঠ বন্ধু। গান করার ইচ্ছা অনেক আগেই আমাকে জানায় ভাজ্জি। ও চেয়েছিল আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে। প্রায় বছর খানেক ধরে আমরা এটি করার চেষ্টা করছি।

ওই সময় জানা যায়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে এর ভিডিও শ্যুট করা হবে। এতে অন্তর্ভুক্ত করা হবে বাস্তব জীবনের বীরদের। যারা দেশের তরে অবদান রেখেছেন।

সম্প্রতি ভারতীয় দলে দেখা যাচ্ছে না হরভজনকে। তবে বারবার দলটির হয়ে খেলার ইচ্ছা পোষণ করে আসছেন তিনি। কিন্তু দলে ফিরতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে! আর দলে ফিরতে না পারলে অনেকটা চুপিসারেই অবসরে যেতে হবে তাকে। হয়তো সেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই গায়কের খাতায় নাম লেখাচ্ছেন অভিজ্ঞ স্পিনার!

ডিএইচ