images

খেলা / ক্রিকেট

আগামীকাল দেশে আসবেন শিরোপা জয়ী টাইগ্রেসরা

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ , ০৭:৫৮ পিএম

images

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে আইরিশ নারীদের ৭ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

শিরোপা জয়ী নারী ক্রিকেট দলের তারকারা আগামীকাল (২৭ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে আসবেন। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা।

বাংলাদেশের নারী ক্রিকেট দল এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শিরোপা জিতেছিল। এর আগে ২০১৫ সালে প্রথমবার এই ফরম্যাটের বিশ্বকাপ বাছাইপর্ব খেলে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগ্রেসদের।