images

খেলা / ক্রিকেট

ক্যারিবিয়ান কর্নওয়ালের দানবীয় দ্বিশতক (ভিডিও)

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ০৮:১৩ পিএম

images

সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ছিলেন দানবাকৃতির রাখিম কর্নওয়াল। বার্বাডোজ রয়্যালসের হয়ে ৯ ম্যাচে ১৪২ স্ট্রাইক রেটে ২৪২ রান করেছিলেন সাড়ে ছয় ফুট এবং ১৪০ কেজি ওজনের কর্নওয়াল।

সেই ফর্ম টেনে নিয়ে গেছেন মাইনর লিগ ক্রিকেটে। আর তাতেই প্রতিপক্ষ স্কয়ার ড্রাইভের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন এই দানবীয় ব্যাটসম্যান। মাত্র ৭৭ বলে একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ২০৫ রানের দানবীয় এক অপরাজিত ইনিংস।

২৬৬ স্ট্রাইক রেটে রান তোলা ম্যাচটিতে দ্বিশতক হাঁকানোর পথে ১৭টি চারের সঙ্গে ২২টি বিশাল ছয় হাঁকিয়েছেন কর্নওয়াল। তার এই বিশাল ইনিংসে কর্নওয়ালের দল আটলান্টা ফায়ার নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১ উইকেটে ৩২৬ রান। জবাবে ১৫৪ রানে থামে প্রতিপক্ষ স্কয়ার ড্রাইভ। ম্যাচটি কর্নওয়ালের দল জিতে নেয় ১৭২ রানের বিশাল বড় ব্যবধানে।

রাখিমের দুর্দান্ত সেই ইনিংসের কিছু শট দেখে নিন।