রোববার, ৩০ অক্টোবর ২০২২ , ০৬:৩৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অপরাজিত থাকার মিশনে লড়ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। যেখানে পার্থের অপ্টাস স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে ভারতীয়রা।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মোটে ১৩৩ রান করেছে রোহিত শর্মার দল। ম্যাচে ভারতের মাত্র ৩ ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছাতে পেরেছেন। যারমধ্যে একমাত্র সূর্যকুমার যাদবই ছিলেন ব্যাট হাতে সফল। ফিফটি হাঁকিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন এই ব্যাটসম্যান। ১৩৪ রান করলেই গ্রুপ '২' থেকে তিন ম্যাচ শেষে একমাত্র অপরাজিত দল হবে দক্ষিণ আফ্রিকা।
পার্থে এদিন ব্যাট হাতে এদিন চরম ব্যর্থ ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা ফিরেছেন যথাক্রমে ৯ ও ১৫ রান করে। তিনে নেমে ১২ রান করে ফিরেছেন কোহলি। এই রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
এই তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তার রান ১০১৬। কোহলির এই ম্যাচ শেষে হলো ১০০১ রান।
এদিন ব্যাট হাতে ব্যর্থ ভারতীয়রা প্রথম ৫ উইকেট হারায় ৪৯ রানের মধ্যে। যেখানে দীপক হুদা শূন্য এবং হার্দিক পান্ডিয়া ২ রান করে ফেরেন। নিচের দিকে ব্যাটসম্যানরাও একের পর এক আউট হতে থাকেন।
এরই মাঝে একপ্রান্তে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলে ৩০ বলে ফিফটি স্পর্শ করেন সূর্য। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৬৮ রান করে ফেরেন এই ব্যাটসম্যান। সূর্যের বিদায়ের পর স্কোরবোর্ডে আর তেমন রান যোগ করতে পারেনি ভারতীয়রা।
এদিন প্রোটিয়াদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লুঙ্গি এনগিডি। ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়াও ওয়েইন পারনেল ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট।