সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ , ১১:২৮ এএম
ব্রাজিলের বিপক্ষে খেলতে গিয়ে ‘গুরুতর আহত’ হওয়ার ঝুঁকি নিতে ইচ্ছুক দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে। চোটাক্রান্ত হওয়া সত্ত্বেও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে বদ্ধপরিকর এই কোরিয়ান ফুটবলার।
গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গে শেষ মুহূর্তের গোলে নক-আউট নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। তবে পর্তুগালের সঙ্গে ম্যাচে চোট পান এই কোরিয়ান সেন্টার-ব্যাক।
তবে শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তিনি। তার দাবি, মাঠে না থাকায় খারাপ লাগছে। বেঞ্চ থেকে দেখা কঠিন ছিল। চোটাক্রান্ত থাকায় খেলা হয়নি।
তিনি বলেন, একাদশে থাকার জন্য সবকিছু করতে চাই, আমি আরও গুরুতর চোট পেলেও খেলতে প্রস্তুত।