images

খেলা / ক্রিকেট

চমক রেখে ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ০৪:০৫ পিএম

২০০১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের। এরপর তাদের বিপক্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।  তাই এবারের সিরিজের প্রথম টেস্টেই নতুন কৌশল নিয়ে নামছে টাইগাররা। 

এজন্য বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য চমক রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।  

যেখানে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান।  কুঁচকির চোটে টেস্ট স্কোয়াডে নেই টাইগারদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  তবে রান খরায় থাকা মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়কে সুযোগ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: চট্টগ্রামেও ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মাঠে গড়াবে ঢাকার মিরপুরে। 

১৭ সদস্যের টেস্ট স্কোয়াড : মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।