মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ , ১১:১৭ পিএম
বিশ্বকাপ শুরুর অনেক আগেই ব্রাজিল কোচ তিতে জানিয়ে দিয়েছিলেন, ব্রাজিল বিশ্বকাপ জিতুক বা না জিতুক, বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রেকর্ড পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই ব্রাজিলের বিদায়ের পরপরই পদত্যাগ করেন ৬১ বছর বয়সী কোচ তিতে। তার বিদায়ের পর ব্রাজিল দলে শূন্যস্থানের উত্তরসূরী কে হবেন তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন, তার সন্ধানে ইতোমধ্যে নেমে পড়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল। সম্ভাব্য কোচের তালিকায় দেশি কোচের সঙ্গে ইউরোপের ক্লাব ফুটবলের নামিদামি কয়েকজনের নামও শোনা যাচ্ছে। এর মধ্যে ব্রাজিলের ফার্নান্দো দিনিজ, রেনাতো গাওচো ও দরিভাল জুনিয়রের নাম বেশি উচ্চারিত হচ্ছে।
ব্রাজিলিয়ানদের বাইরে পর্তুগিজ কোচ আবেল ফেরেইরা, স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার নামও উচ্চারিত হচ্ছিল। তবে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। সেলেসাওদের ডাগআউট সামলানোর জন্য নাকি তাকে প্রস্তাবও দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এমনকি ২০২৩ সালের জুন পর্যন্ত সেলেসাওদের অপেক্ষাও করতে বলেন ইতালিয়ান এই কোচ।
তবে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবের কথা গুজব বলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এমনকি তাকে নিয়োগ দেওয়া তো দূরে থাক, এখনও নতুন কোচের ব্যাপারে নাকি খোঁজ শুরুই করেনি সংস্থাটি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, ‘শুধুমাত্র আগামী জানুয়ারিতে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। এ ব্যাপারে যে যা-ই বলেছে, তা অস্বীকার করে সিবিএফ। পুরো নির্বাচন প্রক্রিয়াটি কোনো চাপ ছাড়াই বেশ গুরুত্ব, নিরপেক্ষ ও প্রশান্তি নিয়ে দেখবেন সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ।’
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদে বেশ খুশিই আছেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে আরও সাফল্য পেতে মনযোগী তিনি। তাই পূর্ণ মেয়াদে রিয়ালের সঙ্গে থাকছেন তিনি। এমনকি রিয়াল মাদ্রিদও তাকে ছাড়তে চায় না। তাই সবকিছু ঠিকঠাক থাকলে অন্তত ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটেই থাকছেন আনচেলত্তি।
রেকর্ড পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। কিন্তু সেই ১৯৬৫ সালের পর থেকে ব্রাজিল দলে দলে বিদেশি কোনো কোচ নিয়োগ দেয়নি সিবিএফ। তবে এবার এই নিয়ম পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সুরে তাল মিলিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
ব্রাজিলকে দুটি বিশ্বকাপ জেতানো এই ফরোয়ার্ড, ‘অনেক অসাধারণ নাম আছে যারা কি না অনেক ভালো করবে। আনচেলত্তি, আবেল, মরিনিও তারা সবাই অবিশ্বাস্য কোচ। এরা সবাই অন্যান্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। আমি জানি না সিবিএফ কী করবে, তবে আমার মতামত চাইলে আমি একটি বিদেশি নাম সমর্থন করব।’