images

খেলা / ক্রিকেট

টেস্টে ১০১তম ক্রিকেটার হিসেবে জাকির হাসানের অভিষেক

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ , ০৯:৫৬ এএম

images

২০১৫ সালে অভিষেক প্রথম শ্রেণির ক্রিকেটে। এ পর্যন্ত খেলেছেন ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ। ১০৬ ইনিংসে করেছেন ৪১২৭ রান। যেখানে তার ১৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৩টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৩ রান। আজ নিজেকে ছাড়িয়ে গেলেন ১৯ বছর বয়সী ক্রিকেটার জাকির হাসান। প্রথমবারের মতো অভিষেক হলো বাংলাদেশ জাতীয় দলে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিষেক ক্যাপ পরলেন জাকির। যদিও চট্টগ্রাম টেস্টে তার অভিষেক হচ্ছে, এটা প্রায় নিশ্চিত করেছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর দাবি, জাকিরকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ব্যাটিংয়ে জাকিরের রান খোঁজার প্রক্রিয়া তার মনে ধরেছে। দারুণ প্রাণচঞ্চল।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তরুণ এই ওপেনার। সে ম্যাচে মাত্র ১০ রান করেছিলেন জাকির। এরপর আর জাতীয় দলে দেখা মিলেনি বাঁহাতি এই ব্যাটারের। তবে ফরমেট বদলে ভারতের বিপক্ষে টেস্টে তার অভিষেক হলো।