images

খেলা / ক্রিকেট

পুরানের কাছে পাওনা টাকা ফেরত চাইলেন গেইল 

রোববার, ২৫ ডিসেম্বর ২০২২ , ০১:০৭ এএম

images

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।আইপিএল এর মিনি নিলামে সর্বোচ্চ দামে স্যাম কারেন, ক্যামেরন গ্রিন, বেন স্টোকস ও নিকোলাস পুরানকে কিনে নিয়েছে কয়েকটি দল। এদের পাশাপাশি ক্রিস গেইলকে ১৬ কোটি রুপিতে লক্ষৌ সুপার জায়ান্ট দলে নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। 

লক্ষৌতে যাবার খবর শোনার পর তিনি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সতীর্থ নিকোলাস পুরানকে নিয়ে তিনি এই ভিডিও পোস্ট করেন। এরপর থেকে রীতিমত ভাইরাল হয়ে গেছেন তিনি।

মজা করে দেওয়া সেই ভিডিও পোস্টে ক্রিস গেইল বলেছেন, পুরান তোমাকে যে টাকাটা ধার দিয়েছিলাম, সেটা কি এবার ফেরত পেতে পারি। 

ভিডিও পোস্টে আরও অনেক কিছুই বলেছেন তবে তার এই কথাগুলো রীতিমত সোশ্যাল মিডিয়ায় হাস্যরস তৈরি করেছে।